মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পরে প্রকাশ্যে বরগুনার আমতলীতে বাংলাদেশের জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বনার্ঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে থেকে র্যালীটি শুরু করে আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে একে স্কুল চৌরাস্তায় গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। আমতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে বিজয় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা সুরাহ কর্ম পরিষদ সদস্য আঃ মালেক। বক্তব্য রাখেন আমতলী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।