ষ্টাফ রিপোর্টার:
দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো.ইন্তেকাল করিয়াছেন ( ইন্নালি….. রাজিউন ) বৃহস্পতিবার সকালে ২রা জানুয়ারী ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন। বাদ আসর ডিআইটি জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কম পরিবার।
এক শোক বার্তায় অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেল এবং প্রধান নির্বাহী এম.রফিকুল্লাহ রিপন বলেন,তিনি ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী কন্ঠস্বর। তার সুনিপুন লেখা ও সাহস আমাদেরকে মুল ধারার সাংবাদিকতার অনুপ্রেরনা যুগিয়েছে। তার হঠাৎ করে চলে যাওয়াটা আমাদেরকে অভিভাবকহীন করে ফেলেছে। তার অভাব কখনও পুরনীয় নয়। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।