নারায়ণগঞ্জ সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  সর্বশেষঃ
আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
আমতলী উপজেলা শাখার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
রেলওয়ের জায়গা দখল করে শ্রমিকদল নেতা সফির ঘর নির্মাণ!
অসুস্থ বিএনপি নেতা অধ্যাপক মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল
ইসলামপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জ রেলওয়ে মানেই চাঁদাবাজীর অভয়ারন্য!
বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশে হিন্দুদের জন্য কতদূর কী করার আছে ভারতের?
“সারাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার মানববন্ধন”
আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন!
আমতলীতে স্ত্রী হত্যার অভিযোগ, গলায় ফাঁস লাগিয়ে স্বামীর আত্মহত্যার নাটক!
জনগণের রক্ত নিয়ে যারা হোলি খেলেছে তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না -মুফতি মাসুম বিল্লাহ
ইসলামপুর মোটর সাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু আহত দুই
সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ আটক-১
সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ 
আমতলীতে খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ!
ফতুল্লায় গাড়ী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
হাসিনা-টিউলিপের রাশিয়া সফর ও ৪ বিলিয়ন পাউন্ড ঘুস
বিডিআর হত্যাকাণ্ড: ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের
ভয়ংকর যেসব মাদকে আসক্ত তিশা টয়া সাফা ও সুনিধি
বিজয় দিবস উপলক্ষে জাগরনী ক্রীড়াচক্র ক্লাবের আলোচনা সভা ও পুরস্কার বিতরন
নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার পক্ষে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি
আমতলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
আমতলীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এতিম শিক্ষার্থীদের সংবর্ধনা
আমতলিতে বিক্রি কালে প্রশাসনের হস্তক্ষেপে টিয়াপাখী ও সাপ অবমুক্ত
সোনারগাঁয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৬
বিশ্ববিদ্যালয় পড়ুয়া সীমান্ত হত‌্যাকান্ডে ছিনতাইকারী অ‌নিক গ্রেপ্তার
আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর গুদারাঘাটে আরসিসি র‌্যাম নির্মাণ কাজ সম্পন্ন
নিষিদ্ধ সংগঠন রাতের আধারে ঝটিকা মিছিলের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
Next
Prev
প্রচ্ছদ
কৌশলী বিএনপির ‘সমন্বয়’ পরিকল্পনা, বাদ জামায়াত

কৌশলী বিএনপির ‘সমন্বয়’ পরিকল্পনা, বাদ জামায়াত

প্রকাশিতঃ

আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের ঘোষণা দিয়েছে। ৩১ দফা সংস্কার প্রস্তাব সামনে রেখে তারা এ প্রক্রিয়া এগিয়ে নিতে ‘নির্বাচনী সমন্বয়ে’ জোর দিচ্ছে। আগামীর রাজনৈতিক পথচলা, আসন বণ্টন ও ক্ষমতার অংশীদারিত্ব প্রশ্নে বিভিন্ন দলের সঙ্গে সমন্বয় করেই ভোটযুদ্ধে লিপ্ত হতে চায় বিএনপি। ফলে দলটির পরিকল্পনা থেকে বাদ পড়ছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জামায়াতে ইসলামী।

সূত্র জানায়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বিএনপি। জনরোষে পালিয়ে যাওয়া দলটির ব্যাপারে নির্বাচনের আগে পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ‘উচ্চাভিলাষী’ হয়ে ওঠা জামায়াতের সঙ্গে তৈরি ‘দূরত্ব’ ঘোচানোর কথা ভাবছেন না বিএনপির নীতিনির্ধারকরা। বরং জামায়াত ছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করে নির্বাচন করতে চাচ্ছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক ৪২ দল এবং দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী ৬৪ রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বৈঠক ও যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের বাইরে থাকা জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বর্ষীয়ান দুই বাম নেতা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে আগামী দিনের পথচলা নিয়ে আলোচনা করেন। তাদের মধ্যে আরও বৈঠক হতে পারে।

বিএনপি মহাসচিব বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছেন। আপাতত তিনি এসব নিয়ে মন্তব্য করতে চাননি। মুজাহিদুল ইসলাম সেলিম কৌশলী বক্তব্যে বলেছেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মধ্যে যোগাযোগ হওয়া স্বাভাবিক এবং ভবিষ্যতেও তা হওয়া উচিত।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমকালকে জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সব দলকে নিয়ে তারা এগোতে চান। সবাই একসঙ্গে আছেন। কয়েক দিন আগেও যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সিরিজ বৈঠক হয়। সেখানে বিএনপি বিজয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়– ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বার্তা জানানো হয়েছে। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবিতে আমাদের আন্দোলন চলমান। যতক্ষণ জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসছে, তা থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন রাজনৈতিক দল। তারা তাদের মতো কার্যক্রম চালাচ্ছে। নির্বাচনী জোট সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে। আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে সময় ও পরিস্থিতি বিবেচনা এবং সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, সমমনা দলের সঙ্গে ঐক্য বজায় রাখতে তৎপরতার পাশাপাশি সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে মাঠ পর্যায়ে নেতাকর্মীর ‘নেতিবাচক কর্মকাণ্ড’ নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে দলটি। ইতোমধ্যে অনেককে বহিষ্কার ও শোকজ করা হয়েছে।

লীগ বিষয়ে সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে

আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণের ব্যাপারে ইতোমধ্যে প্রাথমিক মতামত দিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চান না। তবে তাদের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীকে নির্যাতন ও গণহত্যায় জড়িত থাকার প্রমাণ রয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

বিএনপির সিনিয়র নেতারা বলছেন, গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ নিয়ে বর্তমানে নানা বিতর্ক চলছে। অনেকে জার্মানি ও ইতালির উদাহরণ দিয়ে তাদের সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে। আবার কেউ কেউ বলছেন, টানা তিন নির্বাচনে অংশগ্রহণ বন্ধ রাখা দরকার।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের ব্যাপারে সরকারের ভূমিকা কী এবং জনগণ কী চায়, তা পর্যবেক্ষণ করছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল ও সংগঠনের তৎপরতা নিবিড়ভাবে দেখছে। আবার আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা শক্তি কী চায়, তাও পর্যালোচনা করছে বিএনপি। নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি কী হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে জানান নেতারা।

সতর্ক নজরে জামায়াত

আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে জামায়াতের সঙ্গে জোট না থাকলেও ভেতরে ভেতরে ঐক্য ছিল বিএনপির। তবে পতনের পর জামায়াতের বর্তমান তৎপরতায় অসন্তুষ্ট এবং কার্যক্রম নিয়ে সতর্কতা অবলম্বন করছে দলটি। বিএনপি নেতাদের মতে, জামায়াত পরিকল্পিতভাবে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করছে। তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা এককভাবে মতামত দিয়েছে। বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সঙ্গে দ্বিমত করে বক্তব্য-বিবৃতি দিচ্ছে। বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করলেও জামায়াত বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, রাষ্ট্রীয় সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। আবার স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা এবং বাংলাদেশের গণতন্ত্র হরণের দায়ে অভিযুক্ত ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও এককভাবে মতামত দিয়েছে জামায়াত, যা ভালোভাবে নেয়নি বিএনপি। দলটির নেতাদের মতে, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত উচ্চাভিলাষী হয়ে উঠেছে। বিএনপির মতো বৃহত্তর দলের সঙ্গে মাঠে প্রভাব বিস্তার ও প্রশাসনের পদ-পদবিতে দল সমর্থিত পেশাজীবীদের পদায়নে প্রতিযোগিতা করছে। আদালতে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণে তারা মরিয়া।

উদাহরণ দিয়ে বিএনপি নেতারা বলেন, ইতোমধ্যে বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থিত পেশাজীবী চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। যেমন– অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান বিএনপির মানবাধিকার-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন সাবেক জামায়াত নেতা ও এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। যদিও বিএনপি নেতাকর্মী নিজ নিজ এলাকায় আধিপত্য বজায় রাখতে ব্যস্ত, আর জামায়াত মাঠ সুসংহত করার পাশাপাশি প্রশাসনে দল সমর্থিত লোক বসাতে ব্যস্ত। জামায়াত নেতারা জানিয়েছেন, স্বাধীন-গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা কার্যক্রম চালাচ্ছেন। এতে কোন দল কী মনে করল, তা ভাবার সময় এখন নয়। নির্বাচন এলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন– কোনো দলের সঙ্গে সমঝোতা হবে কিনা। তাই এখন তারা দল গোছাচ্ছেন।

সূত্র জানায়, এমন পরিস্থিতিতে জামায়াতকে বাইরে রেখেই আগামী নির্বাচনের হিসাব কষছে বিএনপি। ভোটের মাঠে জামায়াতের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা মাথায় রেখে বাকি রাজনৈতিক দলের সঙ্গে আসন সমন্বয়ের মাধ্যমে বিজয়ী হলে জাতীয় সরকার গঠনে এগিয়ে যাচ্ছে তারা। সাবেক মিত্র হলেও বর্তমানে দল দুটি রাজনীতির মাঠ দখলে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।

জাপার বিষয়ে নমনীয়

সূত্র জানায়, জাতীয় পার্টির ব্যাপারে কঠোর মনোভাব পোষণ করে না বিএনপি। দলটির মূল্যায়ন, ২০১৪ সালের নির্বাচনে জাপা অংশ নিতে চায়নি। প্রতিবেশী ভারতের হস্তক্ষেপে নির্বাচনে যেতে বাধ্য হয়। ২০১৮ সালে জাপার মতো বিএনপিও অংশ নিয়েছে। ২০২৪ সালে নির্বাচন বর্জনের চেষ্টা করেছিল জাপা। কিন্তু রাষ্ট্রীয় শক্তির চাপের মুখে শেষ পর্যন্ত যেতে হয়। ফলে জাপার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে দলটির নেতারা। যদিও আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারের সহযোগী অভিযুক্ত করে অন্তর্বর্তী সরকার এ দলকে সংলাপে এখন পর্যন্ত ডাকেনি।

কাছে টানছে যুগপতের ৪২ ভোট বয়কটের ৬৪ দলকে

আগামী নির্বাচন সামনে রেখে অতীতের মতো যুগপৎ আন্দোলনের শরিক ৪২ দলের সঙ্গে ঐক্য ধরে রাখতে চায়– এমন বার্তা দিতে ইতোমধ্যে তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপি নেতারা। যদিও নির্বাচনের আগে চাওয়া-পাওয়া নিয়ে বিএনপির সঙ্গে দলগুলো দরকষাকষি করবে। বিএনপি তাদের জাতীয় সরকারের অংশীদার করার আশ্বাস দিয়ে অতীতের মতো জোটবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। দলগুলো বিএনপির প্রতি আস্থা রেখে একসঙ্গে পথ চলতে আগ্রহ দেখিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমমনা দলের লিয়াজোঁ কমিটির সদস্য বরকতউল্লাহ বুলু সমকালকে বলেন, আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অংশ নেওয়া যুগপতের শরিক ৪২টিসহ ৬৪ দলের বেশির ভাগের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। বাকিদের সঙ্গেও হবে।

এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক জেএসডির সাধারণ সম্পাদক শহিদউদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক হয়েছে। সেখানে আগামীতেও রাজনৈতিক ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছে বিএনপি। সংস্কার বিষয়েও আলোচনা হয়েছে। ৩১ দফা সংস্কার প্রস্তাবের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার কথা হয়েছে।

সূত্র জানায়, যুগপতের বাইরে বিগত দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী আলোচিত সব দলের সঙ্গে যোগাযোগ করছেন বিএনপির শীর্ষ নেতারা। বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদসহ অন্যান্য দলের সঙ্গেও যোগাযোগ চলছে। বিএনপি নেতারা বলছেন, বিএনপির সঙ্গে জামায়াত নির্বাচনী জোটে না থাকলে বামরা ঐক্যবদ্ধ হতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আগে আগ্রহ দেখালেও জামায়াত নিয়ে আপত্তি থাকায় বিএনপির সঙ্গে আন্দোলনে এক মঞ্চে আসেনি বামরা। এবার হয়তো সে বাধা দূর হবে।

 

সমকাল

 

 

এ সম্পর্কিত আরো খবর

উপদেষ্টা মন্ডলীঃ

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!