জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, শহীদ জিয়া প্রজন্ম দলের জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে দুদকের সাজানো মামলায় জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবী জানিয়েছেন আনিছ মাহমুদ ও তুষার আহাম্মেদ।
নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি আনিছ মাহমুদ ও সাধারণ সম্পাদক এফ এম তুষার আহমেদ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের রোষানলে পরে সাবেক সংসদ সদস্য,জেলা বিএনপি’র সভাপতি ও শহীদ জিয়া প্রজন্ম দলের নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিন না দিয়ে জেলহাজতে প্রেরন করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে উক্ত সাজানো মামলা বাতিল ও তার নিঃশর্ত মুক্তির দাবি করছি। নইলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের ভীতকে নড়বড় করে আমাদের প্রিয় নেতা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের মুক্তির পথ সুগম করবো।
অবিলম্বে বিনা শর্তে জননেতা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মুক্তি দিতে জালিম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।