নারায়ণগঞ্জের আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত মোকররম মোল্লা উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামের উকিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান বৃষ্টির সময় বাড়ির সামনে গাছের তলায় আম কুড়াতে গিয়ে বজ্রাহত হন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী মোকাররম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের লোকজন নিয়ে গেছে।