নারায়ণগঞ্জের আড়াইহাজারে এটু জেড হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায় শুক্রবার দিবাগত রাত ১২.৩০ মিনিটে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ছোট বালাপুর গ্ৰামের নরুজ্জামানের মেয়ে রুজিনাকে পেটে বাচ্চা সুস্থ অবস্থায় ভর্তি করে। তখন ডিউটিরত ডাঃ সাইফুল ইসলাম রুজিনার গর্ভাবস্থার পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখে এবং তাকে চেকআপ করে রুজিনা সম্পুর্ন সুস্থ আছে এবং রাত ৪ ঘটিকায় নরমাল বাচ্চা প্রসব হবে বলে জানান। রাত ২.৩০ মিনিটে ৪/৫ জন অনভিজ্ঞ নার্স ধারা রুজিনার নরমাল বাচ্চা প্রসবের চেষ্টা করেন। একজন নার্স রাত ৩ টার দিকে জানায় রজিনা পুত্র সন্তান হয়েছে বলে মৃত বাচ্চা পরিবারের হাতে এনে দেয়। তখন পরিবারের লোকজন দেখতে পান বাচ্চার বুকে অতিরিক্ত চাপাচাপির কারণে নিলা ফুলা জখমপ্রাপ্ত এবং অন্ডকোষ মাত্রারিক্ত ফোলা, বাচ্চা নাড়াচাড়া এবং কান্না না করায় ম্যানেজার জহিরুল তড়িঘড়ি করে দায়সারা হওয়ার জন্য নবজাতককে মাতুয়াইল শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার বলেন নবজাতক শিশু অনেক আগেই মারা গেছে। তখন পরিবারের লোকজন বাচ্চাটিকে মাতুয়াইল থেকে এনে এটু জেড হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উল্টো মামলা দিয়ে হয়রানি করবে বলে জানান। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে পরিণাম ভালো হবে না বলে ম্যানেজার জহিরুল হুমকি প্রদান করেন। এ বিষয়ে রুজিনার ভাই আসলাম শনিবার সকালে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে থানার ওসি এনায়েত হোসেন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।