নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে বহিরাগতদের অশ্লীল নাচের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে চলছে সমালোচনা। শনিবার (২৯ জুন) কলেজের বিদায় অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে বৃহস্পতিবার ওই অনুষ্ঠানটি কলেজ মাঠে হয় বলে জানা গেছে। অনেকেই ভিডিওটিতে মন্তব্য করছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নারী পুরুষ একত্রে উদ্যাম নাচানাচি একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেমানান। এরমধ্যে অভিযোগ উঠে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে একসাথে নাচতে বলা হয় নাকি সে অনুষ্ঠানে। এদিকে এহেন ঘটনায় উপজেলাজুড়ে শুরু হয়েছে সমালোচনা। এ থেকে আগামী প্রজন্ম কি শিখছে সেই প্রশ্ন রাখছেন অনেকে। নাচের মধ্যে অনেক বহিরাগতদের দেখা গেছে, অশ্লীল ভঙ্গিতে নাচছেন সেখানে, এমনটা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়টি জানতে একাধিকবার কলেজের অধ্যক্ষ আব্দুস সালামকে মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি উত্তর করেননি।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, এটি কোনভাবেই কাম্য নয়, আমরা খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।