নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ গোলেনুর আক্তার ( ৪৫) নামে এক বছরের সাজা প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একটি চেক ডিজ অনার মামলার এক বছরের সাজা প্রাপ্ত আসামী।
গ্রেফতার গোলেনুর আক্তার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রুস্তম আলীর স্ত্রী। তিনি সি আর মামলা নম্বর ৭৬৮/২৩ এ ১৩৮ ধারার অপরাধে বিজ্ঞ আদালত কর্তৃক এক বছরের সাজায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার গোলেনুর আক্তার কে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।