নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি খালে তল্লাশি চালিয়ে ১০৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে আড়াইহাজার থানার দক্ষিণপাড়া জোড়া ব্রীজ এলাকা হতে ওই গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গুলিগুলো আড়াইহাজার থানা থেকে গত ৫ আগস্ট দুর্বৃত্তরা হামলায় চালিয়ে লুটে নিয়েছিল ।
এবিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(সি- সার্কেল) মো. মেহেদী ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, আড়াইহাজার থানা থেকে লুট হওয়া গোলাবারুদ এর একটি অংশ দক্ষিণপাড়া জোড়া ব্রিজ এলাকার খাল থেকে উদ্ধার করা হয় । তবে কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি।