বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ আড়াই হাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকেলে উপজেলা সংলগ্ন শহীদ মন্জুর স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন,বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়নগঞ্জ-২ ( আড়াই হাজার) আসনের এমপি পদপ্রার্থী নজরুল ইসলাম আজাদ।
সভায় ৩১ দফার দেশ ও জনগণের কল্যাণে আগামী বাংলাদেশ গঠনে দেশ ও জনগনের সুযোগ সুবিধা সমূহ তুলে ধরে নজরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচার শেখ হাসিনামুক্ত হয়েছে বাংলাদেশ। দেশের মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে। সেজন্য তারা স্বতঃস্ফূর্তভাবে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতারা বিভিন্ন কথা বলছেন, এক মাস আর দুই মাসের আন্দোলনে কি সরকার পতন হয়েছে,হাসিনা পতনের আন্দোলন কি দুই মাসের আন্দোলন,বিগত ১৬-১৭ বছর ধরে তারেক রহমানের নির্দেশে এ দেশের আপামর জনগণ ও বিএনপির নেতারা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল,সেই আন্দোলনের নাম গণতান্ত্রিক আন্দোলন, আর এই ২০২৪ সালের আন্দোলনের ঘোষক ও রূপকার জননেতা তারেক রহমান,আর ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,আমি এই সরকারকে বলতে চাই,আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন,এ বছর বা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে,এভাবে বললে হবে না,নির্দিষ্ট করে সময় বলতে হবে,খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু আমরা রাজপথে ছিলাম,আমরা রাজপথে থাকব। আমরা কখনো হাসিনার মতো পালিয়ে যাব না। ইনশআল্লাহ আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র গঠন করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি অত্যাধুনিক ও স্বনির্ভর এবং বৈষম্যহীন।
আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইন,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আবদু, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম, আড়াইহাজার থানা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন, অন্যদের মধ্যে লাবলু, মোহাম্মদুল্লাহ, রফিক, ডালিম, মতিউর রহমান, আবজাল হোসেন, মামুন, আলমগীরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।