আড়াই হাজারে জনবসতিপুর্ন এলাকায় ব্যাটারী তৈরী কারখানা নির্মানের প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।
গত ৭ মার্চ শুক্রবার আড়াই হাজার উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামের সচেতন জনগন এই বিক্ষোভ কর্মসুচী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেছে। এলাকাবাসীর পক্ষে মোঃ মজিবুর রহমান স্বাক্ষরিত এক স্মারক লিপিতে উল্লেখ করেন, গ্রামের কমলমতি শিশুদের শিক্ষাদানের গড়ে উঠা একমাত্র বিদ্যাপীঠ এএম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়, মসজিদ, ঈদগা সহ ধর্মীয় উপাসনালয়ে যাতায়তের প্রধান রাস্তার পাশেই শেফা ডেনিশ টেক্সটাইল মিল নামক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। টেক্সটাইল মিলের ভেতরে ব্যাটারী উৎপাদনের জন্য কারখানা নির্মানাধীন রয়েছে।
এই ব্যাটারী ফ্যাক্টরী হলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারন হবে।
কারন ব্যাটারী ফ্যাক্টরীতে পুরোনো ব্যাটরী রিসাইক্লিনের মাধ্যমে শিশার নির্গত কালাধোয়া যেখানেই পড়বে সেখানে কোন ধরনের ফসল উৎপন্ন হবে না। এই জনবসতি পুর্ন এলাকায় ব্যাটারী কারখানার বর্জ দুষনের ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে,
এলাকার শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের দেহে বাসা বাধবে বিভিন্ন জটিল ও কঠিন রোগ, যেমন ক্যান্সার, চর্ম রোগ সহ স্বাসকষ্ট ও মাথাব্যাথা।
মারাত্মক জনস্বাস্থ্যের ঝুকিতে পড়বে এলাকাবাসী। শুধু তাই নয় ফসলি জমির উর্বরতাকমবে ও জলবায়ুর উপর মারাত্বক প্রভাব পড়বে। তাই এলাকার সচেতন মহলের পক্ষ থেকে সরকারের প্রতি আকুল আবেদন জনবসতিপূর্ণ এলাকায় জনস্বাস্থ্য ও পরিবেশের জনয় ক্ষতিকর ব্যাটারী ফ্যাক্টরী নির্মান করতে দেয়া না হয়