ষ্টাফ রিপোর্টার
সময়ের সাহসী অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমে সর্বপ্রথম আড়াইহাজার থানার ওসি এনায়েতের জিডিতে ঘুষ নেওয়ার ৬ সেকেন্ডে একটি ভিডিও প্রকাশ এবং পরবর্তীতে সংবাদ প্রকাশের ফলে ফরিদপুরে বদলি করা হয়েছে বহুল আলোচিত সমালোচিত আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার গ- অঞ্চল।
ওসি এনায়েতের বদলীর সংবাদে আড়াই হাজার উপজেলা বাসির মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকে মিষ্টি বিতরণ করেছেন বলে জাগো নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। উল্লেখ্য খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন এক ব্যক্তির পক্ষে জিডি করতে যান।জিডির কপির সাথে টাকা ষ্টেপলার করে প্রদান করেন। তখন ওসি এনায়েত হোসেন বেলায়েতকে উদ্দেশ্য করে বলেন, এত কম টাকা দিলে কি ওসির সম্মান থাকে।
এক ব্যক্তি একটি ভিডিও গোপনে ধারণ করেন।৬ সেকেন্ডের ভিডিও টি জাগো নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসলে সর্বপ্রথম ভিডিও অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে সর্বত্র আলোচনা ও সমালোচনা ঝড়বয়ে যায়।
পরবর্তীতে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রকাশ হলে চাপে পড়েন ওসি।বিএনপির দুই নেতা মাসুম শিকারী ও বেলায়েত হোসেন কে পাশে বসিয়ে তার পক্ষে সাফাই গাইতে সংবাদ সম্মেলন করেন।এতে আরো আলোচনা ও সমালোচনার মধ্যে পড়েন ওসি এনায়েত হোসেন।
তার বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন এনায়েত হোসেনকে আড়াইহাজার থেকে বদলি করে ফরিদপুরে পোস্টিং দেওয়া হয়।