ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন নিজের অফিসিয়ালি কাজের চেয়ে বিএনপির অনুষ্ঠানে বেশীর ভাগ সময় ব্যয় করে থাকে অভিযোগ উঠেছে।
এছাড়াও নিরীহ লোকদের ধরে এনে রাত ১২ টার পর থানায় হাট বসানো হয়। দর উঠে যে বেশী টাকা দিতে পারবে তাকে ছেড়ে দেয়া হয়। আর টাকা দিতে না পারলে তাকে একাধিক মামলায় চালান দিয়ে থাকে প্রতিপক্ষের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়ে।
ওসি প্রভাব বিস্তার করেন ঢাকার এক বিএনপি নেত্রীর এবং নারায়ণগঞ্জের একজন কেন্দ্রীয় বিএনপি নেতার নাম ব্যবহার করেন। এমনকি ঐ নেতাকে ভাগের একটি অংশ নিয়মিত প্রদান করে থাকে। ওসির বির্তকিত কর্মকান্ডে কারনে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি কামনা করে এক ব্যক্তি একটি লেখা পোষ্ট করেছেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের কিছু অভিযোগ জাগো নারায়নগঞ্জ ২৪.কমের হাতে এসেছে যা পর্যায়ক্রমে প্রকাশিত হবে।
ওসির কর্মকান্ড নিয়ে মোঃ সালাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা পোষ্ট করেছেন।
পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হলোঃ
যখন সারা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল, মসজিদে, মসজিদে দোয়া করা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ও কনসার্ট বাতিল করেছেন। অথচ গত ১১/০৪/২০২৫ ইং শুক্রবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী এলাকায় বিএনপির দায়িত্বশীল নেতারা গভীর রাতে গান বাজনা নিয়ে ব্যাস্ত। যা মুসলানের চেতনায় আঘাত করার সামিল। আড়াই হাজার থানার ওসি এনায়েত সাহেব গানের আসরে, পোষাক বিহীন,গলায় লাল গামছা দিয়ে নেতার পাশে বসে গান শুনছেন। অথচ প্রতিদিন আড়াই হাজারের আইন সৃঙ্খলার চরম অবনতি বিভিন্ন এলাকায়, চুরি,ডাকাতি, ছিন্তাই বেড়েই চলেছে। আড়াই হাজার উপজেলার সাধারণ মানুষ জানতে চায় ওসি সাহেব কি রাজনীতিতে যোগ দিয়েছেন কিনা? যদি রাজনীতি করার সখ থাকে তাহলে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন। ইতিমধ্যেই ওসি সাহেবের বিরুদ্ধে একতরফা বিশেষ ব্যাক্তির পক্ষে এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য অভিযোগ রয়েছে। আড়াই হাজারের সাধারণ জনগণ ক্ষোভে ফুসে উঠেছে। যে কোন সময় ওসির বিরুদ্ধে রাস্তায় নামা সহ থানা ঘেড়াও করার সম্ভাবনা রয়েছে। আড়াই হাজার উপজেলার বিএনপির নির্যাতিত নেতাকর্মী, সাধারণ মানুষ ওসি এনায়েত সাহেবের অতি দ্রুত প্রত্যাহার চায়। বিএনপির নির্যাতিত নেতাকর্মী সহ সাধারণ জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে সম্পূর্ন রুপে ব্যার্থ হওয়ায় ওসি এনায়েত যে কোন সময় আম জনতার বিল্পবের মুখে চরম ভাবে বিদায় নিতে হতে হবে।
এ বিষয়ে আড়াইহাজার অফিসার ইনচার্জ মো.এনায়েত হোসেনের মুঠোফোনে ( ০১৩২০০৯০৫@@) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।