বিশেষ প্রতিনিধি:
দিন দিন পুলিশের নাশকতা মামলায় বাড়ছে গ্রেফতারের সংখ্যা সেই সাথে আদালতপাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে স্বজনদের আহাজারি। পুলিশের প্রিজনভ্যানগুলোতে গ্রেফতারকৃতদের উঠানোর সময় নজর দেখার জন্য আদালতের গারদের সামনে শয়ে শয়ে দাঁড়িয়ে থাকছে স্বজনরা।কারো সন্তান,কারো,স্বামী কারো বা বাবা,ভাই বা আত্বীয় স্বজন একটু দেখতেই যেন কান্নাররোল পড়ে আদালতপাড়ায়।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জ জেলাও যায়নি বাদ এই সহিংসতা থেকে। একে একে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস,পিবিআই অফিস, জালকুড়ি যুব উন্নয়ন অফিস, নারায়ণগঞ্জ সদর মডেল থানা, দুই নং গেইট পুলিশ বক্স,শিমরাইল ট্রাফিক পুলিশ বক্স, নগর ভবন, মা হাসপাতাল, প্রোক্যাটিভ হাসপাতাল, এসবি গার্মেন্টস,নারায়ণগঞ্জ ক্লাব, চুনকা পাঠাগার, সিদ্বিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়,নর্ম পার্ক, আওয়ামী লীগ নেতা রাজ্জাক বেপারী বাড়ি, সিদ্বিরগঞ্জ আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান সহ একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে।এই ঘটনাকে নারায়ণগঞ্জ সদর,বন্দর,সিদ্বিরগঞ্জ, সোনারগাঁ, বন্দর,রূপগঞ্জ ও আড়াইহাজার ও ফতুল্লা থানায় দায়ের করা হয় একাধিক নাশকতার মামলা।
প্রতিদিন এই নাশকতা মামলায় বাড়ছে গ্রেফতারের সংখ্যা।ক্রমেই প্রতিটি থানা ও ডিবির কার্যালয়ে ক্রমেই বেড়ে চলছে গ্রেফতারকৃতদের সংখ্যা।আন্দোলনকারী, দৃর্বূত্তদের পাশাপাশি সাধারণ মানুষদেরও হতে হচ্ছে গ্রেফতার।গ্রেফতারে বিড়ম্বনা থেকে বাদ যাচ্ছে না শিক্ষার্থীরা।
আদালতপাড়ায় গেলেই দেখা যাচ্ছে গ্রেফতারকৃত পরিবারদের দৌঁড়ঝাপ।কেউ একবার গারদের সামনে গিয়ে দাঁড়াচ্ছে কেউ বা আদালতের দরজার সামনে গ্রেফতারকৃতদের সামান্য একটু দেখার জন্য, কথা বলার।আবার কেউ আইনজীবির কাছে করছে ছুটাছুটি।
গ্রেফতারকৃতরাও স্বজন দেখতে পেলে জানাচ্ছে বিভিন্ন কথা।কেউ বা পরিবারের সদস্যদের চিন্তা করতে না করছে।আবার কেউ বা প্রিজনভ্যান থেকে বাবা মাকে বলছে ঠিকমত ওষুধ খেতে, চিন্তা করতে না।
অনেক গ্রেফতারকৃতরা বা স্বজনরাও জানেও না কবে সে জেলখানা থেকে মুক্তি পাবে নাশকতা মামলার গ্রেফতাররা।তবুও একে অপরকে শান্তনা দিয়ে যাচ্ছে।আবার কেউ বা আল্লাহর কাছে বিচার দিচ্ছে বিনাপরাধে গ্রেফতারের কারনে।কেউ বা প্রধানমন্ত্রী ও পুলিশ প্রশাসন অভিশাপ দিচ্ছে অন্যায়ভাবে গ্রেফতারের কারনে।প্রতিদিন এই চিত্রগুলোই দেখা যাচ্ছে আদালতচত্তরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় দায়ের করা নাশকতার মামলায়।