জাগো নারায়ণগঞ্জ:
আমি আমার মাকে মারধর করে জমি লিখে নিয়েছি বলে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবী করেছেন দলিল লিখক আলমগীর হোসেন।
রবিবার (২১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে গনমাধ্যম কর্মীদের উপরোক্ত কথা বলেন।
আলমগীর হোসেন আরো বলেন,গতকাল কয়েকটি পত্রিকায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ হয়েছে। আমি নাকি জামিনে বের হয়ে এসে আমার মা,ভাবী,মামাকে হুমকি দিয়েছি। যা আদৌ সত্য নয়। প্রকৃত ঘটনা হচ্ছে আমার মা স্বেচ্ছায় আমাকে সহ আরো ৩ ভাইবোনকে জমি লিখে দেন। কিন্তু বড় ভাই বিদেশ থাকায় তাকে লিখে দেননি।এ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাবী,বড় ভাই ও মামা সহ একটি কুচক্রী মহল আমার সুনামহানি করার জন্য ষড়যন্ত্র শুরু করে।
প্রকৃত ঘটনা হলো আমি আমার ভাই-বোনদের লালন পালন করেছি। নিজের কষ্টাজিত অর্থ পরিবারের প্রতি ব্যয় করেছি। আমার মার সমস্ত চিকিৎসা ও ভরনপোষণ আমিই বহন করে আসছি। আমার মাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কুচক্রী মহল। আমি তাদের আসল চরিত্র গনমাধ্যমে প্রকাশ করবো ইনশাআল্লাহ।
আমি জামিনে এসে আমার মা,মামা ও ভাবীর সাথে কোন কথা বলিনি। তাদের হুমকি দেয়ার প্রশ্ন আসেনা।