স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলায় নবগঠিত কৃষকদলের কমিটওতে যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন বক্তাবলীর কৃতি সন্তান মোঃ ইদ্রিস আলী প্রধান।
বক্তাবলীর গোপালনগর এলাকার বাসিন্দা ইদ্রিস আলী প্রধান যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার অনুসারীরা।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ জাকির খানের একনিষ্ঠ অনুসারী ইদ্রিস আলী প্রধান জেলা কৃষকদলের নবগঠিত আহবায়ক কমিটিতে ১৬ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন।
বক্তাবলীর কৃতি সন্তান হিসেবে কৃষকদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় কৃষক দল নেতা মোঃ ইদ্রিস আলী প্রধান জাগো নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দেশের সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিলে কৃষক দল ও বিএনপি‘র যেকোনো সভা সমাবেশে ব্যাপক লোকের সমাগম করা হবে আমার অন্যতম কাজ।এছাড়াও কৃষক দলের যে কোন কর্মসূচি সফল করে তুলবো ইনশাআল্লাহ।
আমি যেন এ কাজ যথাযথভাবে পালন করতে পারি সেজন্য বক্তাবলী ইউনিয়নের বিএনপি নেতা কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।