ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা ফুটবল সংস্থা আয়োজিত অনুর্ধ্ব -১৫ একাডেমি কাপ চ্যাম্পিয়নশীপ ২০২৫: অমিত ও তাহমিদের নৈপূন্যে বন্ধন ফুটবল একাডেমী সেমিফাইনালে। রবিবার (৫ জানুয়ারি)) বিকেলে নারায়নগঞ্জ পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বন্ধন ফুটবল একডেমী ৩-০ গোলে সিরাজুদৌল্লা ফুটবল একাডেমিকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।খেলার শুরু থেকেই বন্ধন একাডেমী গোলের জন্য একের পর এক সাঁড়াশি আক্রমন চালাতে থাকে।প্রথমার্ধের খেলায় বন্ধন ফুটবল একাডেমি ৫টি শট সিরাজুদ্দৌলার গোলবারে লেগে প্রতিহত হলে বন্ধন একাডেমী নিশ্চিত গোল বঞ্চিত হয়।প্রথমার্ধের ২২ মিনিটে তামিমের বাড়ানো বল ধরে আসফাইন প্রতিপক্ষের দুজনকে কাটিয়ে ডি বক্সে ঠেলে দিলে বন্ধনের স্ট্রাইকার অমিত সিরাজুদ্দৌলার রক্ষনকে কাটিয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠিয়ে দিলে দর্শক উল্লাসে ফেঁটে পড়ে।প্রথমার্ধের খেলায় দুই দলই সমানতালে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে প্রথমার্ধে ১-০ অবস্থায় খেলা বিরতিতে চলে যায়। উল্লেখযোগ্য বন্ধন একাডেমির মধ্যমাঠে তামিম ও তাহমিদের গড়া সাঁড়াশী আক্রমন সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় সিরাজুদ্দৌলার রক্ষনভাগকে।কখনো তামিম আবার কখনো তাহমিদ আক্রমন তৈরী করে বন্ধন একাডেমির রাইট উইংগার আসফাইনকে যতবারই বল জোগান দিচ্ছিল ততবারই সিরাজুদ্দৌলার রক্ষণভাগে খেলোয়াড়দের ফাউলের শিকার হচ্ছিল।দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের সময় তামিমের বাড়ানো বল নিয়ে তাহমিদ রাইট উইংগার আসফাইনকে ঠেলে দিলে চৌকশ স্ট্রাইকার অমিত দুজনকে কাটিয়ে বল জালে জড়ায় ২-০।দিতীয়ার্ধের ২০ মিনিটে বন্ধন একাডেমীর দলনায়ক শাওনের দুরপাল্লার শট সিরাজুদ্দৌলার অর্ধে পরলে অমিতের কাছ থেকে মধ্যমাঠের অন্যতম কারিগর তাহমিদ বল নিয়ে সিরাজুদ্দৌলার দু তিন জন খেলোয়াড়কে কাটিয়ে গোল করে বন্ধন একাডেমিকে ৩-০ গোলে এগিয়ে দেন।এ জয়ে বন্ধন ফুটবল একাডেমি সেমিফাইনাল নিশ্চিত করে।
উল্লেখ্য কফিন বন্দী ফুটবলে প্রাণ ফেরাতে দৃঢপ্রত্যয়ি নারায়ণগঞ্জ ফুটবল সংস্থা (ডি,এফ,এ,)’র পক্ষে এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন খোরশেদ আলম নাসির,সাবেক জাতীয় ফুটবলার রেজাউল করিম লিটন,সাবেক জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাদিম হাসান মিঠু প্রমুখ।