নারায়ণগঞ্জ শহরের দেওভোগে চার শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল করেছেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির নেতৃবৃন্দরা।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় দেওভোগ জান্নাত কনভেনশন সেন্টারে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান দিদার খন্দকারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মশিউর রহমান সাকির, চার্টাড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইব্রাহিম রাজু, সাধারণ সম্পাদক ধঞ্জয় কুমার জয়, শাহেন সরকার, সাদেজা মুন্নি, আবু সিদ্দিক নূর, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম সহ প্রমুখ।
বিভিন্ন মাদরাসার চার শতাধিক এতিম শিশুর নিয়ে ইফতারের আয়োজন করা হয়। এ সময় দিদার খন্দকার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।
এ বিষয়ে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান দিদার খন্দকার বলেন, মাদরাসার এতিম শিশুদের সাথে ইফতার করে মহান আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। সেই লক্ষ্যে চার শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছি।