ষ্টাফ রিপোর্টার
ফতুল্লা মডেল থানার চৌকস পুলিশ অফিসার শামীম হোসেন কর্তৃক দুই অপহরনকারী কে গ্রেফতার ও অপহৃত শিশু আব্দুল্লাহ আল সাফিনকে উদ্ধার করা হয়েছে। ।
ভোলাইল থেকে অপরহন হওয়া শিশু আব্দুল্লাহ আল শাফিন ব্রাহ্মণবাড়িয়াবজেলার কসবা উপজেলা থেকে উদ্ধার করতে সক্ষম হয়। সেই সাথে অপহরনকারী শিউলি আক্তার ও লিজা আক্তার নামে দুই অপরাধকারী কে গ্রেফতার করে।
নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করে কোর্টে পাঠানোর প্রস্ততি চলছে।
এসআই শামীম হোসেন জানান, ফতুল্লা মডেল থানা ধীন ভোলাইল এলাকায় আব্দুল্লাহ আল সাফিন(১) বাবা মার সাথে ভাড়া থাকতো।
সেখান থেকে অপহরনকারী চক্রের হোতা শিউলি আক্তার ও লিজা আক্তার আব্দুল্লাহ আল শাফিনকে অপরন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় নিয়ে যায়।
পরে বৃহস্পতিবার ৪:৩০ মিনিটে শিউলি আক্তারকে আটক করা হয় তার জবানবন্দি মোতাবেক ৫ঃ২০ মিনিটে লিজা আক্তারকে গ্রেফতার করা হলে আব্দুল্লাহ আল শাফিনের সন্ধান পাওয়া যায়। আটকৃতদেরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
শিউলি আক্তার কসবার মধ্যপাড়া শ্যাম বাড়ীর
আব্দুল ছামাদ ভূইয়া ও হাজেরা খাতুনের মেয়েএবং একই থানাধীন নেমতাবাদ গ্রামের ফোরকানের স্ত্রী। পক্ষান্তরে লিজা মান্দারপুর গ্রামের নাছির মিয়ার মেয়ে।
গোগনগরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদের মৃত্যুতে নূর হোসেনের শোক প্রকাশ স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন সওদাগর।
এক শোক বার্তায় নূর হোসেন সওদাগর বলেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় আমি গভীর শোক প্রকাশ করছি।
সেই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন নূর মোহাম্মদ ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে বেহেস্ত বাসি করেন।