জাগো নারায়ণগঞ্জ:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করেছে কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ সুলতান মোল্লা সিনিয়র সহ-সভাপতি, ফতুল্লা থানা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী এড. আব্দুল বারী ভূঁইয়া সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি,মোঃ মঈনুল হোসেন রতন সভাপতি, কাশীপুর ইউনিয়ন বিএনপি,মোঃ জসিম উদ্দিন (রবি মেম্বার) সিনিয়র সহ-সভাপতি, কাশীপুর ইউনিয়ন বিএনপি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ কামাল হোসেন বেপারী সভাপতি, ৩নং ওয়ার্ড, কাশীপুর ইউনিয়ন বিএনপি।
জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।