Views: 23
নগদ টাকা,স্বর্নলংকার সহ ক্ষতি ২৫ লাখ টাকা
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুরে ব্যবসায়ী সাইদুর রহমানের বাসভবনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
চোরের দল ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৯ লক্ষ টাকা,১০ ভরি স্বর্নলংকার, মেয়েদের জমানো মাটির ব্যাংকের টাকা,২ টি চেক বই,ড্রাইভিং লাইসেন্স সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার ( ২৫ আগস্ট) সকাল ১১ টা থেকে বেলা ২ ঘটিকার মধ্যে উত্তর নরসিংপুর এলাকায়।
বাড়ির গৃহকর্ত্রী শিমু আক্তার জানান, তারা সকাল ১১ টায় বিশেষ কাজে পরিবারের সকলে বাড়ির বাইরে ছিলেন। দুইটার সময় জানতে পারেন অজ্ঞাত চোরের দল ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে জমি বিক্রির নগদ ৯ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, যার মূল্য প্রায় ১১ লাখ টাকা, দুই মেয়ের দুটি মাটির ব্যাংকে জমা প্রায় দুই লক্ষ টাকা, ড্রাইভিং লাইসেন্স, কৃষি ব্যাংকের ১টি,ডাচ বাংলা ব্যাংকের ১ টি চেক বই সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ব্যবসায়ী সাঈদুর রহমান জানান, আমরা বাসায় না থাকার সুযোগে চোরের দল এই অপকর্ম করে।
স্থানীয় বাসিন্দারা জানান, আশেপাশের কোন পরিচিত লোক এ কাজ ঘটিয়ে থাকতে পারে।
এ ব্যাপারে ব্যবসায়ী সাইদুর রহমানের ভায়রা মোঃ হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সেনাবাহিনীর সহ আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী পরিবার।