জাগো নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর গোয়ালবন্দ এলাকার ফজলুর রহমান বিরুদ্ধে এজমালী রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উত্তর গোয়ালবন্দ কাশিপুর এলাকার মৃত আবু বকর সিদ্দিক ঢালীর পুত্র মোঃ খলিলুর রহমান ঢালী বলেন, এজমালি রাস্তায় হিসাবে আমরা ৯ ভাই ব্যবহার করে আসছি।
কিন্তু এলাকার ভূমিদস্যু ফজলুর রহমান সবার মতামত উপেক্ষা করে ইচ্ছেমতো দেয়াল নির্মাণ করার অপচেষ্টা চালাচ্ছে। এতে করে আমাদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হবে।ব্যক্তিগত জায়গার উপর নির্মিত টাইলসকরা সিঁড়ি ভেঙে ফেলে।
তাকে সিঁড়ি ভাংচুর করতে নিষেধ করলে তিনি তাতে কর্ণপাত না করে আমার ছেলেকে মারধর করতে আসে।
এ ব্যাপারে বাধা দিলে প্রাণনাশ সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন।
খলিলুর রহমান ঢালী জানান, ফজলুর রহমান এ প্রভাব খাটিয়ে এলাকায় যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আমি এ বিষয়ে সেনাবাহিনীকে অবহিত করেছি।
উক্ত রাস্তা দিয়ে আমরা পরিবার পরিজন,আত্নীয় স্বজন নির্বিগ্নে চলাচল করতে পারি সে ব্যবস্থা গ্রহন করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।