আহবায়ক গোলজার, সদস্য সচিব শান্ত
ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার কুতুবআইল গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত সুন্দর সমাজ গড়ার লক্ষে অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তির বর্গের উপস্থিতিতে ১৫০ সদস্য বিশিষ্ট কুতুবআইল গ্রাম পঞ্চায়েত এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে মোহাম্মদ গোলজার হোসেন কে আহবায়ক ও ফয়সাল আহম্মেদ শান্তকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এছাড়াও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ মনোনীত করা হয়। নির্বাচিত উপদেষ্টারা হলেন,আলহাজ্ব আঃ বারেক মোতাওয়াল্লি (কুতুব-আইল কাঠের পুল বাইতুল মামুন জামে মসজিদ),মোঃ আঃ মোনায়েন,মোঃ জামাল উদ্দিন প্রধান,আলহাজ্ব আঃ আউয়াল,আলহাজ্ব আমিনুল ইসলাম, মোঃ আবু হানিফ,মোঃ আসায়েদ সরদার, আলহাজ্ব ইউসুফ,আব্দুল হাই মাদবর,মোঃ ইসমাইল মাদবর প্রমুখ।
কুতুবআইল গ্রাম পঞ্চায়েত কমিটির নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ প্রধান, মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ এনামুল হক, সদস্য দেলোয়ার হোসেন, সাব্বির, সুমন, রানা, ফরিদ আহমেদ, মজিবর, হাসেম মিয়া, রফিকুল ইসলাম, আওলাদ, ফয়সাল, শানু মিয়া, আল জয়নাল, আয়নাল, ফাহিম, মনির, মান্নান প্রধান, বিল্লাল, সাত্তার, নবু হোসেন, সুলতান, সোহেল, টিটো, পাভেল, বুলু, চূন্নু,ইমন, রাব্বি, কালাম, হালিম, রাতুল, মামুন, মাসুম, ইসলাম, রাহিম, লাদেম, ইসলাম, ইয়াসিন, শামীম, শহীদ, শাহ আলম, ওয়াসিম, মামুন, ইন্নামিন, আবুল, কাশেম, সেলিম, গিয়াস উদ্দিন, বাদল, রোহান, জাহেদ, ইলিয়াস, ইমরান, অলি আহাম্মদ, পাভেল, হাসান, ফারুক, টিপু, রুবেল, শরিফ, কাদের, মান্নান, মনির,হানিফ,মহিউদ্দিন, আলামিন, হাবু, আক্তার, সাত্তার, ওয়াসিম, সেলিম, ইয়াসিন, আলেক, আনোয়ার, দিপু, খোরশেদ, সেলিম, সেন্টু, শফি, জাফর, তমিজ, শাহীন, আশরাফ উদ্দিন, সাজ্জাদ, শাহাদাত, মুন্না, পারভেজ প্রমুখ।