সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দূর্গ পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে পূজা মন্ডপ পরিদর্শনের নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় ৮ অক্টোবর মঙ্গলবার সারাদিন ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা কুতুবপুর ইউনিয়নের পুজা মন্ডবগুলো পরিদর্শন করেছেন,
এ সময় উপস্থিত ছিলো নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফারুক খান সুজন, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিয়াস, ফতুল্লা থানা ছাত্রদল নেতা শাহরিয়া আকবর সিয়াম, কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান, ছাত্রদল নেতা সোহাগ হোসেন ইমন, সাইফুল, রাব্বি, নাজিম আহম্মেদ রাহাত সহ স্থানীয় নেতৃবৃন্দ।