ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন কুতুবপুরে রাজনৈতিক পুর্ব শত্রতার জেরে বাড়িতে প্রবেশ করে ভাংচুর,লুটপাট,অগ্নিসংযোগ এর অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ বিষয়ে পাগলা পুর্বপাড়া এলাকার মো.তাজুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তার ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,আমার ভাই মোঃ হাছনাইন রুবেল (৩৬) এর রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে গত ২১ আগষ্ট বিকাল ৪ টায় অজ্ঞাত নামা ২০/৩০ জন আমার উল্লেখিত ঠিকানায় বাড়ীতে আসিয়া বাড়ীর দরজা ভাংগায়া অনাধিকার প্রবেশ করিয়া বাসায় থাকা আসবাবপত্রাদী ভাংচুর করিয়া আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি সাধিত করিয়া বাড়ীতে অগ্নিসংযোগ করে এবং বাসায় ওয়ারড্রফে ড্রয়ারে থাকা নগদ ২ লাখ ১৩ হাজার টাকা লুট করিয়া নেয়। ঐ সময় তারা আমার ভাইয়ের নাম উল্লেখ্য করিয়া খোজাখুজি করিতে থাকে। বিবাদীগনের এরূপ কার্যকলাপে আমি আতংকিত হইয়া আমি সহ আমার দুই বোন, মাতা ও অসুস্থ পিতাকে নিয়া এক রুমের দরজা বন্ধ করিয়া অবস্থান করি। বিবাদীগন আমার ভাইকে খুজাখুজি করিয়া না পাইয়া উচ্চস্বরে আমাদের জানায় যে, যদি তোর ভাই মোঃ হাছনাইন রুবেল (৩৬) কে যেখানে পাব জানে মারিয়া ফেলিব নতুবা তোদের যেকোন বড় ধরনের ক্ষতি সাধিত করিবো মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। বিবাদীগন যাওয়ার সময় বাড়ীর নিচে থাকা অটো গাড়ীর গ্যারেজ ভাংচুর করিয়া আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি সাধিত করে।