স্টাফ রিপোর্টার:
ফতুল্লার কুতুবপুর শহিদনগর এলাকায় বাড়িঘর ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যাওয়া এবং মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে সেলিমগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মৃত.নান্নু মোল্লার ছেলে গাজী মোল্লা জেলা পুলিশ সুপার ও ফতুল্লাঞ্চলে দ্বায়িত্বে থাকা সেনাবাহিনী লে:ক: বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নি¤েœ তার দায়েরকৃত অভিযোগটি হুবুহু দেয়া হলো:
আমি গাজী মোল্লা (৬৫), পিতা- মৃত নান্নু মোল্লা, সাং- শহিদনগর, কুতুবপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদী ১। সেলিম (৪৫), পিতা- মৃত শহিদুল্লাহ, ২। আনোয়ার দেওয়ান (৪৫), পিতা- মৃত আব্দুল খালেক দেওয়ান, ৩। আলি আহম্মেদ (৩৬), পিতা- মৃত হান্দু মিয়া, ৪। ফারুক (৪০), পিতা- অজ্ঞাত, ৫। সোহাগ (৩০), পিতা- কানা মুকবুল মিয়া, ৬। আল-আমিন দেওয়ান (২৮), শিতান আনোয়ার দেওয়ান, ৭। লোকমান শেখ (৪৫), পিতা- হাবিবুল্লাহ শেখ, সর্বসাং- শহিদনগর, কুতুবপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ গনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করিতেছি যে, বিবাদীগন এলাকার সন্ত্রাসী ও চাদাঁবাজ প্রকৃতীর লোক। বিবাদীগন বিগত ০৭/০৯/২০২৪ইং তারিখে রাত্র আনুমানিক ১১:০০ ঘটিকার সময় বিবাদীগন সহ অজ্ঞাত নামা ২৫/৩০ জন একত হইয়। আমার বাড়ীতে আসিয়া অতর্কিতভাবে বাড়ী দরজা ভাংচুর করিয়া অনাধিকার প্রবেশ করিয়া আমি পরিবারের সকলকে এলোপাতারি মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে, বাসার আসবাবপত্রার্দী ভাংচুর করিয়া আনুমানিক ৪,০০,০০০/- টাকার ক্ষতি সাধিত করে, বিবাদীগন বাসার ওয়ারড্রফ ভাংচুর করিয়া উহাতে থাকা নগদ ২,০০,০০০/- টাকা ও ০৪ ভড়ি ০৫. আনি স্বর্ণ অলংকার ছিনাইয়া নিয়া নেয় এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদের জানায় যে, যদি আমরা এলাকা পরিবার নিয়া থাকিতে হয় তাহা হইলে বিবাদীগনকে ১০,০০,০০০/ ঢাকা দিতে হবে, যদি আমি টাকা না দেই তাহা হইলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের জানে মারিয়া ফেলিবে সহ বাড়ী ঘরে আগুন লাগাইয়া জ্বালাইয়া দিবে মর্মে হুমকি প্রদান করিয়া আমার বাসা হইতে বাহির হইয়া ফতুল্লা থানাধীন শহিদনগর সাকিনস্থ চৌরাস্তা মোড়ের আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাইয়া প্রতিষ্ঠান ভাংচুর করিয়া আনুমানিক ৫,০০,০০০/- টাকার ক্ষতি সাধিত করে। বর্তমানে বিবাদীগনের এরূপ কার্যকলাপে আমি ও আমার পরিবারের ১২ জন সদস্য আতংকিত হইয়া বাসায় বসবাস করিতে পারিতেছি না, দারূণভাবে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি, বিবাদীগন বিভিন্ন সময় বাড়ীর সামনে আসিয়া আমাকে ও আমার পরিবারের সদস্যদের খোজাখুজি করিয়া যায় এবং লোক মারফত বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করিয়া আসিতেছে। এমতাবস্থায় আপনার নিকট আকূল এই যে, আমাদের নিরাপত্তার ও বাড়ীতে পট্রবেশের সু-ব্যবস্থা গ্রহন করিলে আমরা উপকৃত হইবো।
অতএব উক্ত বিষয়ে বিবেচনা করিয়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে আমাদের বসত বাড়ীতে নিরাপত্তার সহিত ফেরার ব্যবস্থা করিতে জনাবের সু-মর্জি কামনা করি।