সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেশারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার ফতুল্লা মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ইফতার দোয়া মাহফিলে এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির মোল্লার সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর, বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রশিক্ষন সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সেলিম জাবেদ,এনায়েতনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর প্রধান, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান প্রধান, সিরাজুল ইসলাম সিরাজ,রমিজ উদ্দীন রঞ্জু, আজিম প্রধান, কেএম ফারুক, কুয়েত আলজারী মহানগর যুবদলের সভাপতি সাইদী, ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আল আমিন, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জুম্মন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শেখ ফরিদ, যুবদল নেতা মাসুম বিল্লাহ, সাদ্দাম হোসেন, মোঃ শ্যামল, প্রান্ত আজিজ, সোহেল রানা, মুরাদ হাসান, সারজিল আহম্মেদ অভি, ছাত্রদল নেতা রোমান হোসেন, সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি মাহমুদ উল্লাহ। দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী নেছার উদ্দিন।