ষ্টাফ রির্পোটার:
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন,বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বাহিনীর সাথে যে সকল বিএনপির নামধারী নেতারা আতাত করে চলেছিলেন তারা এখন আবার বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে দলের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সেই সকল নেতাদেরকে চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি আরও বলেন,নিজের স্বার্থ হাসিলের জন্য দলের জন্য ক্ষতিকর হবে এমন কোন কাজ চাইনা এবং এমন কোন নেতাও দলে প্রয়োজন নেই। শনিবার ( ২৩ নভেম্বর ) বাদ মাগরীব ইসদাইর বুড়ির দোকান এলাকায় ৩০ নভেম্বর সন্ত্রাস ও নৈরাজ্য’র প্রতিবাদে সমাবেশকে সফল করতে ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রস্তুতিমুলক সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.খোরশেদ এর সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন,ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মাখলেকুল মান্নান পায়েল,মহিলা বিষয়ক সম্পাদক এড.মাসুদা বেগম সম্পা,ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ইমাম হোসেন স¤্রাটসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হাসান মাহমুদ পলাশ আরও বলেন,৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা যখন দেশত্যাগ করে ঠিক সেই সময়ে উক্ত সুবিধাবাদী নেতারা আনন্দ মিছিল করে আর আমরা দলকে সুসংগঠিত করার জন্য আপ্রান চেষ্টা করি। ঐ নেতারা বিভিন্ন মিল-কারখানায় অগ্নিসংযোগ করে,বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটতরাজ করেছে এবং বিভিন্ন মানুষকে চাদাঁর জন্য হুশিয়ারীও প্রদান করেছেন। এখন আবার সেই নেতারাই অপরাধের বিরুদ্ধে হুংকার দিচ্ছেন। তা করে কোন লাভ হবেনা। তিনি আরও বলেন,আমাদের নেতা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নিয়ে সমালোচনা যারা করেন তাদেরকে বলতে চাই, গিয়াসউদ্দিনকে রুখবে সাধ্য কার,গিয়াসউদ্দিন আপামর জনতার। আগামী ৩০ নভেম্বর ফতুল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্য’র বিরুদ্ধে যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশকে আপনারা সকলে মিলে সফল করে তুলবেন। কারোর ভিতরে কোন প্রকার দ্বিধাদন্ধ রাখবেন না। আমি আশাবাদী আগামী ৩০ নভেম্বরের সমাবেশের মাঠটি কানায় কানায় আমাদের নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপুর্ন হয়ে উঠবে।
অনুষ্ঠানের সঞ্চালক ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জল বলেন,ফতুল্লা ইউনিয়নের মধ্যে আমাদের এ ওয়ার্ডটি সবচেয়ে বড় একটি ওয়ার্ড এবং এখানে জনবসতিও প্রচুর। আগামী শনিবার ৩০ নভেম্বর সন্ত্রাস ও নৈরাজ্য’র প্রতিবাদে সমাবেশকে সফল করতে পুরো ওয়ার্ডবাসী প্রস্তুত রয়েছে ব্যাপক আগ্রহ সহকারে। আমাদের এখানে কারোর সাথে কোন দন্ধ নেই,আমরা সবাই একে অপরের ভাই-বন্ধু হিসেবেই বিএনপির রাজনীতিতে আছি এবং আগামীতে থাকবো। শনিবারের সমাবেশে সর্বোচ্চ লোকের অংশগ্রহনের মাধ্যমেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ।