Views: 19
ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন চরবক্তাবলী এলাকায় ক্রয়কৃত সম্পত্তি জোড়পুর্বক দখল এবং দেয়ালে রক্ষিত সাইনবোর্ড মুছে দখলকারীদের সাইনবোর্ড সাটানোর অভিযোগ উঠেছে শাহীনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে জমির মালিক শাসনগাও এলাকার আলমাস দেওয়ানের ছেলে মো.ইমরান হোসেন দেওয়ার ফতুল্লা মডেল থানায় অবৈধভাবে দখলের চেষ্টাকারী শাহীন গং দের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,ফতুল্লা থানাধীন চর বক্তাবলী মৌজাস্থিত দাগ নং-সিএস-২৩৭২, এসএ-২৪১৪, আরএস ৭৯৩৬নং দাগে ১৭ শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হইয়া নিজ নামজারী করাইয়া সরকারী খাজনাদী পরিশোধ পূর্বক বর্ণিত সম্পত্তির উপর দেওয়ান ষ্টীল বিল্ডিং নামীয় ফ্যাক্টরী দিয়া দীর্ঘ ১১/১২ যাবৎ ব্যবসা করিয়া আসিতেছিলাম। পরবর্তীতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি আর্থিক লোকসান হওয়ার কারণে বিগত ২/৩ বছর যাবৎ বিভিন্ন ভাড়াটিয়াদের নিকট উক্ত ফ্যাক্টরীটির আংশিক অংশ মাসিক ভাড়ার চুক্তিতে ভাড়ায় প্রদান করি।
চর রাজাপুর বক্তাবলী এলাকার শাহীন,গিয়াসউদ্দিনে ছেলে সুমন ,শহরের গলাচিপা এলাকার মনাসহ অজ্ঞাত নামা ৫/৬ জন উল্লেখিত বিবাদীগণ বিভিন্ন সময় আমাদের উক্ত ক্রয়কৃত সম্পত্তি তাহাদের বলিয়া দাবী করিয়া আমাদের সম্পত্তিতে থাকা বিভিন্ন ভাড়াটিয়াদেরকে ব্যবসায়েক ভাবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আমাদের একাধিক ভাড়াটিয়াদেরকে বাহির করিয়া দেয়। যাহার ধরুন আমাদের উক্ত প্রতিষ্ঠানটি বিগত ২/৩ মাস যাবৎ খালি পড়িয়া আছে। বিবাদীরা উক্ত সুযোগকে কাজে লাগাইয়া আমাদের সম্পত্তি সহ সম্পত্তির উপর নির্মিত প্রতিষ্ঠানটি তাহাদের দখলে নেওয়ার পায়তারা করা সহ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া বলে যে, তাহারা যে কোন সময় আমাদের সম্পত্তিতে আসিয়া আমাদের সম্পত্তি ও ফ্যাক্টরী জোর পূর্বক দখল করা সহ আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করিয়া প্রতিষ্ঠানটি তারাই পরিচালনা করিবে। আমরা ইতিপূর্বে বিবাদীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিয়োগ এবং জিডি দায়ের করি। কিন্তু তাহারপরও বিবাদীরা আইনের তোয়াক্কা না করিয়া আমাদের সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টায় লিপ্ত থাকিয়া সোমবার ২৬ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় উল্লেখিত বিবাদীগণ সহ তাহাদের সহযোগী অজ্ঞাত নামা ৫/৬ জন বিবাদীরা প্রত্যেকে হাতে রামদা, চাপাতা,লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে আমাদের মালিকানাধীন বর্ণিত সম্পত্তি ও ফ্যাক্টারীতে অনাধিকার প্রবেশ করিয়া ফ্যাক্টরীটি দখল করার উদ্দেশ্যে তালা ভাঙ্গে এবং আমাদের ফ্যাক্টরীর সাইনবোর্ড সরাইয়া তাহাদের নামে নামকরন করিয়া সাইনবোর্ড টাঙ্গানোর চেষ্টা করে। সংবাদ পাইয়া আমি আমাদের প্রতিষ্ঠানে গিয়ে বিবাদীদেরকে বাধা নিষেধ করিলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ আমার নিকট অযৌক্তিক দাবী দাওয়া উপস্থাপন করিয়া মারপিট করার জন্য উদ্যত হয়। এক পর্যায়ে বিবাদীরা আমাকে বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্রের ভয়ভীতি দেখাইয়া আমাকে আমার ফ্যাক্টরীতে বাহির করিয়া দেয় এবং পরবর্তীতে আমি সহ আমার লোকজন আমার ফ্যাক্টরীতে গেলে আমাকে সহ আমার লোকজনকে মারপিট খুন জখম ইত্যাদি করিবে মর্মে হুমকি প্রদান করে।
বিবাদীরা একদল ভুক্ত সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীরা যে কোন সময় পেশী শক্তি খাটিয়ে অন্যায় ভাবে আমাদের বর্ণিত সম্পত্তি ও ফ্যাক্টরী জবর দখল করিয়া নিতে পারে এবং আমরা যদি বাধা দেওয়ার চেষ্টা করি তাহা হইলে সেখানে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি সহ আইন শৃংখলার অবনতি ঘটানোর সম্ভবনা রয়েছে বলে আমি ও আমার পরিবার মনে করছি।
উল্লেখ্য যে,বিগত সময়ে নারায়ণগঞ্জের সন্ত্রাসী কার্যকলাপরে গডফাদার আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে এ চক্রটি বিভিন্নভাবে অত্র প্রতিষ্ঠানটি দখলের অপচেষ্টা করেছিলো। আমরা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়ার সহায়তায় সে সময়ে সন্ত্রাসী চক্রটি পিছু হটতে বাধ্য হয়েছিলো। প্রতিষ্ঠানটি আমরা পরিচালনা করে আসছিলাম। সরকার পরিবর্তনের পর এ চক্রটি আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন।