ষ্টাফ রিপোর্টার:
চাকুরী জাতীয়করণ সহ ৪ দফা দাবিতে জেলা প্রশাসক মাহমুদুল হক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দ।
মঙ্গলবার( ২৪ সেপ্টেম্বর) সকালে ইউএনওর কার্যালয়ে ও দুপুরে ডিসির অফিসে শিক্ষক নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে স্মারক লিপি প্রদান করেন।
ডিসিকে স্মারক লিপি প্রদানের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক নেতৃবৃন্দ।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমেদ, সদর উপজেলা একাডেমিক অফিসার আব্দুল মালেক, শিক্ষা ও শিক্ষক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতা মোহাম্মদ বাহাউদ্দিন সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষার্থীরা যেন পড়ালেখায় মনোযোগী হয় সেজন্য নিয়মিত ক্লাস নিতে হবে। আর যে যে স্কুল-মাদ্রাসার সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করতে হবে। আপনাদের যে দাবি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।