ষ্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র জনতা কর্তৃক আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলন দমাতে সারাদেশে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
এ মামলায় আসামী হতে বাদ যায়নি বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
একটা সূত্র হতে জানা যায়, ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানা সহ জেলার সকল থানায় গণহত্যায় জড়িতদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং হচ্ছে।
বিভিন্ন মামলা পর্যালোচনা করে জানা যায়, ফতুল্লা ও সদর মডেল থানায় এ পর্যন্ত প্রায় ২০ টি মামলা দায়ের করা হয়েছে। বক্তাবলী ইউনিয়ন হতে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আসামি হয়েছেন এদের মধ্যে উল্লেখযোগ্য ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আকিল উদ্দিন শিকদার,ইউপি মেম্বার মোঃ মহিউদ্দিন ভূইয়া, ইউপি মেম্বার রাসেল চৌধুরী,সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম মাষ্টার,আকবরনগরের সামেদ আলীর পুত্র রাজিব, মোহাম্মদ জামাল হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া, আব্দুল বারেক, দীল মোহাম্মদ দীলুন,সহ আরো অনেকে।