স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানের নির্দেশে আয়োজিত স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালীতে যোগদান করেছে ফতুল্লা থানা মৎস্যজীবী দল।
ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয় ও সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান শুভর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ র্যালীতে যোগদান করে।
সোমবার ( ১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের আলমাস পয়েন্ট থেকে আনন্দ র্যালী বের হয়ে বিজয়স্তম্বে এসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্প স্তবক প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ব্যাপারী, সহসভাপতি আদনান ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সোহাগ,আসিফ ব্যাপারী,সোহাগ কাজী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর,বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।