ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তি উপলক্ষে বিশাল শো ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস আলী প্রধানের নেতৃত্বে তার অনুসারীরা।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯ টায় বক্তাবলী ফেরীঘাট হতে বিশাল হোন্ডা মহড়াসহ নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে এসে সমবেত হয়।
এ সময় জাকির খান জেলা কারাগার হতে বের হওয়ার সময় নেতা কর্মীরা আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে। ইদ্রিস আলী প্রধান বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা মোহাম্মদ জাকির খান মুক্তি পাওয়ায় আমরা আনন্দিত ও খুশি।
জাকির খানের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মাসুম প্রধান, মোহাম্মদ ইরান প্রধান, মোহাম্মদ ফরহাদ প্রধান, মোহাম্মদ শান্ত প্রধান, মোহাম্মদ দাদন মিয়া, মিনহা প্রধান, সিনহা প্রধান, আফ্রিদি প্রধান, সোহেল চৌধুরী, সালাউদ্দিন সালু, রিয়াদ আহমেদ, মুক্তার প্রধান প্রমুখ।