Views: 6
জাগো নারায়ণগঞ্জ
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলীরটেক সহ নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা শরীফ সরদার ।
আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার এক শুভেচ্ছা বার্তায় বলেন,,
১৯৭৫ সালের ৭ই নভেম্বর জনতা ও সেনা বাহিনীর বীর সন্তানরা বাংলার মানুষের রাখাল রাজা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক ও সফল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিপথগামী সেনাবাহিনীর কবল থেকে উদ্ধার করে জনসম্মুখে নিয়ে আসেন।সেদিন সেনাবাহিনী ও জনতা ঢাকার রাজপথে উল্লসিত হয়ে পড়েন।
পরবর্তীতে জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য রাষ্ট্রপতি নির্বাচিত করেন।
জিয়াউর রহমান একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা বিলুপ্ত করে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে নিজেকে গড়ে তোলেন।বাকশাল কর্তৃক নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে জিয়া রাজনীতি করার সুযোগ দেন।এতে করে সকল দল,মত,নির্বিশেষে সকল মানুষের প্রিয় হয়ে উঠেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দেশের উন্নয়নে সারা দেশ চষে বেড়ান।জনগন কর্তৃক রাখাল রাজার উপাধি পান জিয়া।
তাই ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বক্তাবলী ইউনিয়ন বাসীসহ নারায়ণগঞ্জবাসীকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
সেই সাথে সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি।