ষ্টাফ রিপোর্টার:
৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া সামাজিক সাংস্কৃতিক সংগঠন ( জাসাসের ) উদ্দ্যোগে আয়োজিত সমাবেশে কয়েক শতাধিক নেতাকর্মীদের সভাস্থলে যোগদান করেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির তাত ও শিল্প বিষয়ক সম্পাদক ও ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল। বৃহস্পতিবার বিকেলে ইসদাইর এলাকা থেকে বিশাল এ নেতাকর্মীদের বহল নিয়ে চাষাড়া জিয়া হলে অনুষ্ঠিত সভাস্থলে যোগদান করেন।
মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা ইউনিয়ন বিএনপির তাত ও শিল্প বিষয়ক সম্পাদক ও ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। দীর্ঘ প্রায় ১৬ বছর স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন নীতি থেকে আমাদেরকে আদর্শ ও নীতি থেকে দুরে রাখতে পারেনি। তিনি আরও বলেন,আমাদের প্রতিটি নেতাকর্মীকে খেয়াল রাখতে হবে যেন ঐ স্বৈরাচারীর কোন দোসর আমাদের দলে অনুপ্রবেশ না করতে পারে। আমাদের নেতা আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়বাদী দলকে আরো সুন্দরভাবে সুসংগঠিত করে তুলবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট, ফতুল্লা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,যুব দলের কার্যকরী সদস্য মমিন ইসলাম,ফতুল্লা থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন,বিএনপি নেতা আব্দুল জলিল,হান্নান, আক্তার, সফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।