বৈযম্য বিরোধী ছাত্র আন্দোনে শেখ হাসিনার সরকার পতনের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে দূর্বৃত্তয়নে বিভিন্ন স্থানে ভাংচুর ও নৈরাজ্যের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস এ ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় বিপুল পরিমান রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে আর যেন এ ধরনের অনা কাঙ্খিত ঘটনা যেন না ঘটে এ জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়নের নেতৃবৃন্দ অতন্ত্র প্রহরীর মত দায়িত্ব পালন করছে। জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি নওমুসলিম মাওলানা রেজাউল করিম বলেন, আমাদের দেশের রাষ্টীয় সম্পদ রক্ষার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মহোদয়ের নির্দেশে ৮০/৯০ জন সদস্য পর্যায় ক্রমে দায়িত্ব পালন করছি। এ সম্পদ আমাদের এ সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের, সে দায়িত্ব থেকেই আমরা কাজ করে যাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সদস্য মোঃ আবুল হোসেন, এনায়েতনগর ইউনিয়নের সভাপতি হাজী সাইদুর ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ।