ষ্টাফ রির্পোটার
বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি মোশাররফ হোসেন বলেছেন,আহবায়ক কমিটি মুল কমিটি বাতিল বা বাজেয়াপ্ত করতে পারেনা।মাত্র ৪ মাস হলো কমিটি করা হয়েছে।এমনকি হলো কমিটি বাতিল করতে হবে।খরচের টাকা চেয়েছে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের আহবায়ক সলিমউল্লাহ হৃদয় খরচের জন্য ৫০ হাজার টাকা চেয়েছিল টাকা না দেওয়ায় আমার কমিটি বাতিল করেছে বলে শুনেছি।আমি তীব্র নিন্দা জানিয়ে বলছি এই আদেশ অবৈধ ও অসাংবিধানিক।
আমি এখনো বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের বৈধ সভাপতি এবং কমিটি বৈধ রয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের আহবায়ক সলিমউল্লাহ হৃদয় মুঠোফোনে বলেন,তার অভিযোগ ঠিক নয়।দলীয় কার্যক্রমে মোশাররফ হোসেন নিষ্ক্রিয়। আমার সাথে কোন যোগাযোগ রাখেনা।নিজের ইচ্ছে মতো পত্রিকায় ও অনলাইনে নিউজ করে।যার না তার সাথে চলে যায়।এতে করে দলের ইমেজ ক্ষুন্ন হয়।টাকা চাওয়ার কোন প্রশ্ন উঠেনা।যা বলেছে মিথ্যা ও বানোয়াট।