ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা সহ নারায়নগঞ্জের আইন শৃঙ্খলার উন্নয়ন ও প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার লক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ করেছেন ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (১২ আগষ্ট) বিভিন্ন সময়ে ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলীর নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মাহমুদুল হক,অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু,ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আযম মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএনপি নেতৃবৃন্দ বলেন,জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব বলেছেন,যারা লুটপাট ভাংচুর করছে এরা কেউ বিএনপির নয়। আওয়ামী লীগ দেশের পরিস্থিতি ঘোলাটে করতে তাদের নেতাকর্মী ও ভাড়াটে লুটেরা দিয়ে অপকর্ম করাচ্ছে। এদের কে শক্ত হাতে প্রতিহত করতে হবে। এ জন্য ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলাউদ্দিন খন্দকার শিপন,মঈনুল ইসলাম রতন,এড আক্তার খন্দকার, অধ্যাপক মনিরুল ইসলাম মনির,মতিউর রহমান ফকির,মাহবুবুর রহমান সুমন,হাসান মাহমুদ পলাশ,মোঃ আলমগীর,সাইফুল ইসলাম বিপ্লব,হাজ্বী মোঃ শাহাদাত উল্লাহ, এস এম আব্দুল্লাহ প্রমুখ।