নারায়ণগঞ্জ প্রতিনিধি : ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে।
৮ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট নারায়ণগঞ্জ দিবসটি উপলক্ষে নানা আয়োজন করেন।
দিবসটি উপলক্ষে সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বনাঢ্য র্যালি বের হয়।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি তরুন ও যুব সমাজকে ধন্যবাদ জানান দেশের মানবতার সেবায় নিজেদের স্বেচ্ছায় কাজ করার জন্য স্কাউট এর সদস্য হয়ে।
উল্লেখ্য ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। মেয়েদের সুযোগ দেয়ার জন্য ১৯৯৪ সালে গার্ল-ইন স্কাউটিং চালু করা হয়।বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ। বিশ্বের প্রায় ১৬১ টি দেশে তিন কোটিরও বেশি সদস্য স্কাউট আন্দোলনের সাথে জড়িত।