জাগো নারায়ণগঞ্জ:
“স্মার্ট তরুণ্যে, বাঁচাবে অরুণ্যে” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আয়োজনে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪ এর প্রতিযোগিতার শুভ সূচনা শুরু হয়েছে।
৪ই জুন মঙ্গলবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
বন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। উদ্বোধনের পূর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভ কামনা জানান তিনি।
সারা দেশের ৬৪টি জেলায় বন্য প্রাণী, বন,জীব ও জীবিকা প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই বিষয়ে ৮ম শ্রেনী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্র,ছাত্রীদের নিয়ে নারায়ণঞ্জে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কয়েক শতাধিক শিক্ষার্থী দুইটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
এসময় অনুষ্ঠানের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তার, জেলা প্রশাসন, বন ও পরিবেশ অধিদপ্তর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড প্রতিনিধি, স্বেচ্ছাসেবকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।