ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত জি আর চাউল প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় চাষাড়া রেললাইন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ চাউল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোল্লাহ রাশেদ বিন বেলাল শাওনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাসুদুর রহমান। পরে জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত জি আর চাউল অত্র সংগঠনের ১০০ জন প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব মোঃ ইউসুফ আলী হাওলাদার। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আলী হাওলাদার বলেন, নতুন স্বাধীন বাংলাদেশের সরকার আমাদের প্রতিবন্ধীদের মনে রেখেছে আমরা তাতেই অনেক খুশি। এই সরকারের কাছে অনুরোধ থাকবে নতুন স্বাধীন দেশের মত আমাদের প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার কাজ করার। নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ধন্যবাদ আমাদের সংগঠনের প্রতিবন্ধীদের জন্য জি আর চাউলের বরাদ্দ দেবার জন্য।
ইশারা ভাষার মাধ্যমে নাজমা বেগম বক্তব্যে বলেন, জেলা প্রশাসক স্যারের বরাদ্দকৃত চাউল আজকে আপনাদের মাঝে বিতরণ করা হবে। হয়তো আজকে আপনাদের সবার মাঝে চাউল দেওয়া সম্ভব নয়। যে পরিমান চাউল বরাদ্দ দেওয়া হয়েছে তাই আপনাদের মাঝে দেওয়া হবে।
সংগঠনের সহ-সভাপতি ইয়ারুন্নেছা ময়নার সঞ্চালনায় জি আর চাউল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ আলামিন, প্রচার সম্পাদক সজিব, ক্রীড়া সম্পাদক মোঃশাকিল, কার্যনির্বাহী সদস্য ছালেহা বেগম, শেফালি, রওশন আলী, নজরুল ইসলাম,নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ ইউসুফ আলী হাওলাদারের সহধর্মিণী রেনু বেগম প্রমূখ।