ষ্টাফ রিপোর্টার:
পঞ্চবটি থেকে পোস্তগোলা পর্যন্ত অবৈধ ভাবে লেগুনা সার্ভিস চলার পায়তারা করার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে ব্যাটারী চালিত অটো রিক্সা শ্রমিকরা। ৬ জানুয়ারী সকালে ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়ক পাগলা বাজার এলাকায় এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দল ফতুল্লা থানা শিল্পঞ্চলিক কমিটির সভাপতি মোঃ বাবুল আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ এনামুল হক হাওলাদার, ফতুল্লা থানা সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মোঃ মজিবুর রহমান,শ্রমিক নেতা জুয়েল চৌধুরী, নুরুজ্জামান গাজী বাবু, মোঃ ইয়াসিন আরাফাত, মোঃ মিয়া, মোঃ রায়হান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ বাবুল আহম্মেদ বলেন, স্বৈরাচার আওয়ামিলীগ দেশ ছাড়লেও তাদের দোসররা এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। তারা আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে করতে চাচ্ছে। তারই বহিঃপ্রকাশ ঢাকা – নারায়ণগঞ্জের পুরাতম সড়কে পঞ্চবটি থেকে পোস্তগোলা পর্যন্ত অবৈধ ভাবে লেগুনা সার্ভিস চালু করা। এই সড়কে লেগুনা সার্ভিস চালু হলে শত শত ব্যাটারী চালিত অটোরিকশা শ্রমিক বেকার হয়ে পড়বে। আমরা ঐ কুচক্রী মহলকে হুসিয়ার বলতে চাই শ্রমজীবী মানুষের ভাগ্য নিয়ে খেলবেন না, যদি খেলতে চান, তাহলে শক্ত হাতে তা প্রতিহত করবো।