জাগো নারায়ণগঞ্জ:
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সকল মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর স্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয়ং কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাউছার আহমেদ পলাশ, ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক,বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক জজ মিয়া।
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, কোষাধক্ষ জাহিদ হাসান বেলালসহ সকল সদস্য ও কমিটির নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত দোয়া পরিচালনা করেন পাগলা বাজার জামে মসজিদের ইমাম মুফতি আবু সাঈদ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ অন্যতম সদস্য মিন্টুর মৃত্যুতে শূন্য পদে সদস্য নির্বাচিত হয় হাজী মোহাম্মদ মাসুদ। এসময় তাকে শপথ পাঠ করান পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মাহবুব হোসেন।