প্রেস বিজ্ঞপ্তি
গত মঙ্গলবার ২২/১০ /২০২৪ ইং তারিখ বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়নগঞ্জ ২৪ ডটকমে হালিম, সোহরাব তোমরা কার! আওয়ামী লীগ নাকি বিএনপি’র শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে ১৭ বছর আওয়ামী লীগে থেকে সুবিধা আদায় ও বিএনপি’র নেতা কর্মীদের নির্যাতন করেছি বলে উল্লেখ করা হয়েছে। যা আদৌ সত্য নয়।
আমি সোহরাব হোসেন বর্তমানে বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি ও হালিম মাতবর সদস্য হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের ছবি ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে।
প্রকৃত ঘটনা হচ্ছে জাহাঙ্গীর হোসেন ও নাজির হোসেন ভাই বক্তাবলীর কৃতি সন্তান হিসেবে জাহাঙ্গীর হোসেন জেলা পরিষদের সদস্য, নাজির হোসেন ভাই চর গড়কুল হাই স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার পর তারা গ্রামে আসেন এবং এলাকার সবস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আমরা দুইজন জাহাঙ্গীর ভাই ও নাজির ভাইয়ের সাথে ছবি তুলি এলাকাবাসীর অনুরোধে। এটাকে পুজি করে একটি ধান্দাবাজ ও কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নীতি ও আদর্শ বাস্তবায়নে রাজপথে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
বিএনপি থেকে কেউ আমাদের এক চুলও সরাতে পারবেনা। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কুচক্রী মহল কে হীন কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ করছি। নইলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
সোহরাব হোসেন সহ-সভাপতি
ও
হালিম মাতবর সদস্য
বক্তাবলী ইউনিয়ন কৃষক দল।