ষ্টাফ রির্পোটার
দ্বিতীয় স্বাধীনতা অর্জন উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে কুতুবআইল শতদল সমাজকল্যাণ সংঘ জয়লাভ করেছে।
খেলায় কুতুবআইল সমাজকল্যাণ সংঘ ৬৭ রানের ব্যবধানে পাওয়ার হিটার্সকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে কুতুবআইল শতদল সমাজকল্যাণ সংঘ ৯৪ রান করে।৯৫ রানের টার্গেট করে খেলতে নেমে পাওয়ার হিটার্স ২৭ রান করে অলআউট হয়ে যায়।ফলে ৬৭ রানে জয়লাভ করে মাঠ ছাড়ে কুতুবআইল শতদল সমাজকল্যাণ সংঘ। মঙ্গলবার শতদল সমাজকল্যাণ সংঘের দ্বিতীয় খেলা মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
কুতুবআইল শতদল সমাজকল্যাণ সংঘের আহবায়ক গোলজার হোসেন ও সদস্য সচিব ফয়সাল আহম্মেদ শান্ত কুতুবআইল – সস্তাপুর এলাকাবাসী কে খেলা দেখার জন্য মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় রয়েছেন মোঃ মারুফ।