ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ(২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
এলাকাবাসী ও কবর খননকারী জানান ২৪ শে নভেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কবরস্থানের মাঝখানে একটি গাছে হাসানের লাশ ঝুলতে দেখে আশপাশের লোকজন খবর দেয়। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। আত্মহননকারী হাসান আহমেদ শাহিবাজার এলাকার বাবুল আহমেদের মেজো ছেলে।
বাবুল আহমেদ বলেন, দুই বছর পূর্বে মেঘলা (২১) নামের ময়মনসিংহের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয় হাসান আহমেদ। বিবাহিত জীবনে তাদের কোন সন্তান নেই। বিয়ের পর মেঘলা ও হাসান দুজনেই দুজনের বাড়ি থেকে পালিয়ে বাহিরে দুই মাস সংসার করেন।
তারপর থেকেই শুরু হয় সংসারে অশান্তি। একপর্যায়ে মেঘলা তার বাবার বাড়ি ময়মনসিংহে চলে যায়। এরপর আর হাসানের সাথে মেঘলার বেশ কয়েক মাস যোগাযোগ ছিল না। তবে হাসান মেঘলা কে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন।
গতকাল রাতে মেঘলার সাথে ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে হাসান আহমেদ শাহীমহল্লা কবরস্থানের গাছের সাথে ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।