জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই সায়েম দুই কেজি গাঁজা সহ মাদক বিক্রেতা রতনকে গ্রেফতার করেছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় জেলা পরিষদের সামনে থেকে ২ কেজি গাঁজা সহ রতনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করে।
মাদক বিক্রেতা রতন শহরের তল্লা এলাকার মোঃ আলীর ছেলে।
এটিএসআই গনমাধ্যম কর্মীদের বলেন,মাদক বিক্রেতাকে ছেড়ে দেয়ার জন্য মোটা অংকের টাকার অফার দেয়া হয়।যুব সমাজের ও দেশের স্বার্থে লোভ লালসাকে ধুলিসাৎ করে দিয়ে মাদক বিক্রেতা কে কোর্টে সোর্পদ করেছি।
এটিএসআই সায়েম বলেন,সম্মানিত পুলিশ সুপার স্যার,ট্রাফিক পুলিশের টিআই এডমিন আব্দুল করিম স্যারের নির্দেশ ও পরামর্শ ক্রমে মাদক বিক্রেতা কে গ্রেফতার করি।
এটিএসআই সায়েম শহরের যানজট নিরসনে সবসময় অক্লান্ত পরিশ্রম করার পাশাপাশি মাদক,সন্ত্রাস নিরসনে কাজ করে যাচ্ছেন।