জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেল সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, রমজান মাস মুস আত্মশুদ্ধির মাস, মুলমানদের জন্য গুরুত্বপূর্ণ ফজিলতের মাস, পবিত্র মাহে রমজানের শিক্ষা থেকে আমাদের জীবন ও দেশকে পরিবর্তন করতে পারি, এই পবিত্র রমজান মাসে আমরা ওয়াদা করি নিজে এবং দেশকে দুর্নীতি মুক্ত রাখবো, মানুষের কল্যানে কাজ করবো, খেয়াল রাখতে হবে আমাদের আচরনে যেন মানুষ কষ্ট না পায়। ক্ষমতার যে অপব্যবহার না হয়।
গত ১৭ বছর শেখ হাসিনা ক্ষমতায় থেকেএ দেশে হত্যার রাজনীতি কায়েম করেছিল। আলেম-ওলামাদের উপর অত্যাচার নির্যাতনের মাধ্যমে ইসলামের উপর আঘাত করেছিলো এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তার সেই নীল নকশা এ দেশের জনগন ও ছাত্র জনতা বাস্তবায়ন করতে দেয়নি। শেখ হাসিনার নীল নকশা এ দেশের জনগন ও ছাত্র জনতা শক্ত হাতে প্রতিহত করেছে। তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
১৬ মার্চ রোববার ফতুল্লার মুসলিম নগরে জামালুল কোরআন মাদ্রাসায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন, এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে দেশের সাধারণ মানুষ কিভাবে ভাল থাকবে, আমাদের দায়িত্ব সাধারণ মানুষকে ভাল রাখা, তার যেন আমাদের আচরনে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফতুল্লা থানা শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মীর আহম্মদুল্লাহ ফুয়াদ প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।