ষ্টাফ রির্পোটার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনা ও সমাজ, রাষ্ট সংস্কার, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিংয়ের বিরুদ্ধে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার বাদ আসর ফতুল্লা ধর্মগঞ্জ মাওলা বাজারে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অংগ সংঠনের আয়োজিত অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক শওকত আলী খান জুম্মান।
প্রধান বক্তা ছিলেন এনায়েতনগর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড. মোঃ কাইউম মন্ডল।
এ সময় উপস্থিত বিএনপি নেতা মোঃ শাহবউদ্দীন বীর, ইলিয়াস মল্লিক, মোঃ কামাল হোসেন, সায়েম মন্ডল, মোঃ বাবুল মিয়া, আবুল কালাম, মোঃ মাসুম, শহিদুল ইসলাম মল্লিক, মোঃ শরীফ ভুইয়া, ইয়ানুছ আলী,আবু সাইদ, তারেক জিয়া প্রজন্ম দলের জেলা সভাপতি নুর মোহাম্মদ নেতা,মোঃ রানা, মোঃ সেলিম, মোঃ দিদার, মোঃ আবু তালেব, ছাত্রদল নেতা মুরাদ হাসান, আসিফ সিদ্দিকী জনি সহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শওকত আলী জুম্মান বলেন, অনেক নির্যাতন, নিপীড়ন, আর ত্যাগের পর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল স্বৈরাচারিনী খুনি হাসিনা সরকারের পতন।
স্বৈরাচারিনী হাসিনা পতনে যে সব ছাত্র জনতা ভাই বোনেরা বুকের তাজা রক্ত দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তাদের এই আত্মত্যাগ জাতি হিসেবে আমরা কখনো ভুলতে পারবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদ ছাত্র জনতার নাম বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে।
রাষ্ট সংস্কারের দায়িত্ব আমাদের সবার, আমার রাজনৈতিক শিক্ষাগুরু আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নিজেদের মধ্যে মান অভিমান ভুলে গিয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে সাজাতে হবে।