ফতুল্লা সংবাদাতাঃ ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী ও মোহনা সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোহসিনা আক্তার মোহনার এম.এ (এল.এল.বি অধ্যায়নরত) উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ২৪ মার্চ সকাল সোমবার সকালে ফতুল্লা রুপশ্রী হাউজিং এলাকায় ৩০০ জন দুঃস্থদের মাঝে ঈদ উপহার দেয়া হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মেম্বার কাজী মঈনুদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও মিডিয়া ব্যক্তিত্ব ফজলুল হক পলাশ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ জুয়েল চৌধুরী,লালপুর পৌষারপুকুর পার জামে মসজিদ এর সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ,বৃহত্তর লালপুর পঞ্চায়েতের সভাপতি মোসলিম উদ্দিন মুছা ও বিশিষ্ট সমাজ সেবক হাজী দেলোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর, রুবেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোহসিনা আক্তার মোহনা বলেন, আপনাদের দোয়া আর ভালবাসায় আজ আজ মোহন হতে পেরেছি, আমি আপনাদের সেবা করতে চাই, বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, আমি নির্বাচিত হয়েছিলাম, রাজনৈতিক ভাবে আমাকে ফেল দেখানো হয়েছে, তারপরও আপনাদের সাথে আছি, সব সময় আপনাদের পাশে থাকতে চাই, আমি কথা দিচ্ছি, আপনাদের যে কোন প্রয়োজনে সবসময় আমাকে পাশে পাবেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।